একটা বর্ষার প্রতীক্ষা
প্রকাশ: ১৪ জুন ২০২১, ১৩:০৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০
আকাশ কিম্বা মেঘের স্পর্শে
বৃষ্টি তুমি রঙধনুর সাত রঙে সাজো,
শুধু আমার জন্যে আমার জন্যে
হয়তো একটা বর্ষার প্রতীক্ষায় আজো।
যুগযুগ ধরে হয়তো আমিও একীভাবে
শুধু তোমার প্রতীক্ষায় আছি দাঁড়িয়ে,
যতটুকু ভালোবাসা আছে আমার হৃদয়ে
সবটুকু বিলিয়ে দিয়ে তোমাকে জারিয়ে।
সারাটা জীবন হৃদয় কারাগারে বন্দি করে রাখব
তোমাকে আমার স্বপ্নিল আকাশের বুকে,
শুধু একবার দু'চোখ খুলে দেখ আমাকে
ভালোবাসা আর স্বর্গ সুখে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত