একজন মানবিক ওসির বিদায়ে চোখের জলে ভাসলেন এলাকাবাসী

  মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১৫:১৯ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮

ফরিদপুর জেলার দুইটা থানায় দায়িত্বরত ছিলেন তিনি। সর্বশেষ গত সোমবার দীর্ঘ আট মাসের কর্ম দিবস শেষ করে ভাঙ্গা থেকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের  উদ্দেশ্যে ভাঙ্গা ত্যাগ করেন। তার বিদায়ের খবরে ভাঙ্গার সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ চোখের জলে ভেসেছেন।

পুলিশের ওসি হিসেবে চাকুরি করে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে তার কর্মরত এরিয়ায়। তার পরেও সোমবার বিদায়ের আগে ভাঙ্গাবাসীর উদ্দেশ্যে বলেন কর্মময় জীবনে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাই। 

ভাঙ্গা বাসীর উদ্দেশ্যে বিদায়ি অফিসার ইনচার্জ সেলিম রেজা আরো বলেন ‘আসসালামু আলাইকুম, বদলিজনিত কারণে ভাঙ্গা থানা হইতে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হইলাম। এই কর্মকালীন সময়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকি তবে নিজ গুনে ক্ষমা করে দিবেন। কর্মকালীন সময়ে আপনাদের সহযোগিতায় যে ভাল কাজ গুলো করতে পেরেছি তার সকল কৃতিত্ব আপনাদের। আর যে সকল কাজগুলো করতে পারি নাই তাহার সকল ব্যর্থতা আমার। আমার প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি চির ঋনি হয়ে থাকলাম। আমি ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকবেন।’
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত