এই যে এত খেলোয়াড়, এতদিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই: পাপন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৪১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩

বাংলাদেশ দলে ওপেনিংয়ে পরীক্ষা নীরিক্ষা চলছে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দুই ম্যাচের সিরিজে মেকশিপ্ট ওপেনার তারা। মেকশিপ্ট ওপেনার হিসেবে টানা তিন ম্যাচে নামিয়ে দেয়া হয়েছে মিরাজ-সাব্বিরকে।

সংযুক্ত আরব আমিরাতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ের সুযোগ পাননি দুই টপ অর্ডার সৌম্য, শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউ জিল্যান্ড সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরীক্ষা চলবে আরো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দলটা খেলবে, সেই দলকে টানা এক বছর অব্যাহতভাবে খেলার সুযোগ দিতে চান বিসিবি সভাপতি। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করতে এসে গণমাধ্যমকে এ পরিকল্পনার কথাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি—‘ওপেনিং পরীক্ষা করে চেষ্টা করছে তারা। আমি যখন প্রথম শুনলাম আজকে নামবে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির। আমি তো অবাক। আমি কখনো সাব্বিরকে ওপেন করতে শুনিনি,দেখিনি। আমার ধারণা এইগুলা ট্রায়াল দিচ্ছে, চেষ্টা করছে। নিউ জিল্যান্ডে গিয়ে আরও কিছু চেষ্টা করবে। তারপর ঠিক করবে। বিশ্বকাপে যে দলটা খেলবে। এটাকেই আমরা  কন্টিনিউ করব টানা এক বছর পরের বিশ্বকাপ পর্যন্ত।’

নিউ জিল্যান্ড সফরে দলে ওপেনিংয়ে বিকল্প মজুদ আছে। তা জোর গলায় এখন বলতে চান বিসিবি সভাপতি—‘এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয় তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এতদিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কিভাবে খেলবে। এদিকে টেস্টে অভিজ্ঞতা আছে শান্তর। এই অভিজ্ঞতার দিক থেকে কিছুটা লোড সঙ্গে রাখা হলো। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন রইল।’

এশিয়া কাপ এবং দুবাই সফরে মোস্তাফিজ সেভাবে মেলে ধরতে পারেননি। তবে ফিরবেন মোস্তাফিজ স্বরূপে, সে বিশ্বাস বদ্ধমূল বিসিবি সভাপতির—‘মোস্তাফিজ তো নিঃসন্দেহে আমাদের এক নম্বর পছন্দ। আমাদের ধারণা সে কামব্যাক করবে, উচিত। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিং ওর মধ্যে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে।’

পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার মজুদ থাকায় টি-টোয়েন্টিতে সমৃদ্ধ  ভবিষ্যত দেখতে পাচ্ছেন বিসিবি সভাপতি—‘এই যে এত খেলোয়াড়। এতদিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেললো না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে ট্রাই করতে চাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহান ইনজুরড ছিল, অপশন ছিল না। তো অন্যরা খেলেছে ওদের দেখে মনে হয়েছে ওদের ভবিষ্যত আছে।’

বাংলাদেশ দলে এখন আর কেউ অপরিহার্য নন বলে মনে করছেন পাপন—‘ওরা কাকে খেলাবে আমি এখনো নিশ্চিত না। আগে যেমন অপরিহার্য কিছু নাম ছিল, এখন আর অপরিহার্য বলে কিছু নেই। অপশনগুলো অনেক বেশি এখন। এটা একটা ভালো দিক।’

পছন্দের তালিকার ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে আফিফের ব্যাটিং, সোহান-মিরাজের খেলা বিসিবি সভাপতির কাছে ভাল লাগে বলে গণমাধ্যমকে বলেছেন—‘এখন সাকিব ছাড়া মোটামুটি সবাই একেবারে নতুন না হলেও পরের (জেনারেশন)। এর মধ্যে কয়েকটা ছেলের খেলা তো অসম্ভব ভালো লাগে। লিটন দাসের খেলা যেমন ভালো লাগত, এখনো লাগে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আফিফের ব্যাটিং দেখতেই ভালো লাগে। তার মানে তো এই না যে সে প্রত্যেকদিন রান করবে, সেটা বলছি না। সোহানের খেলা দেখতে খুবই ভালো লাগে। মেহেদি হাসান মিরাজের মতো খেলোয়াড় যে টি-টোয়েন্টিতে আমরা নিতামই না কখনও, এখন সাংঘাতিক ইম্প্যাক্ট খেলার মধ্যে থাকে, হয় ফিল্ডিংয়ে, না হয় বোলিংয়ে না হয় ব্যাটিংয়ে। কোথাও না কোথাও সে কিছু একটা করছে। এখন অনেকগুলো অপশন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত