এই মুখ
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১৩:২৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৩৬
সুনীল শর্মাচার্য
----------------------
এই মুখ হাসে যখন
ফোটে ফুল ফুটন্ত,
এই মুখ বললে কথা
খই ফোটে দুরন্ত!
এই মুখ কাঁদে যখন
চোখে ঝরায় জল,
এই মুখ ভয়টা পেলে
দেখি নানান ছল!
এই মুখ রাগলে দেখি
ভীষণ ভয় করে,
এই মুখ রূপেতে মন
পাথর গলে পড়ে!
এই মুখ যখন দুঃখে
দেখি কত কাতর,
এই মুখ ছড়ায় খুশি
গন্ধ মাখা আতর!
এই মুখ মান অভিমান
সব ভুলিয়ে দেয়,
এই মুখ মুখোশ পরে
মুখোশ খুলে নেয়!
এই মুখ লজ্জা পেয়ে
আড়ালে মুখ ঢাকে,
এই মুখ সফল হয়ে
সবার মুখ রাখে!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত