এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক: সাকিব
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২১
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আজ (মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর) ৭৫তম জন্মদিন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
মঙ্গলবার দিনের শুরু থেকেই শুভেচ্ছায় ভাসছেন প্রধানমন্ত্রী। তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। দেশ সেরা এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সাকিব লিখেন, আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের। দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।
শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত