এই ট্রফিটা শ্রীলংকার সবার: শানাকা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০১
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলংকায়। কিন্তু চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জেরবার দেশটির সামর্থ্য ছিল না এতগুলো দলকে আতিথ্য দেওয়ার।শেষ মুহূর্তে তাই এশিয়া কাপ সরে যায় সংযুক্ত আরব আমিরাতে। মাঠের ক্রিকেটেও অনেকদিন ধরে ধুঁকছিল লংকানরা।
হার দিয়ে আসর শুরুর পর সেই দলটিই রিক্ত দেশবাসীকে উৎসবের একটি উপলক্ষ্য এনে দেওয়ার তাড়নায় প্রত্যাবর্তনের রূপকথা লিখে জিতে নিল এশিয়া কাপে নিজেদের ষষ্ঠ শিরোপা। দুবাইয়ে রবিবাসরীয় ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারানোর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুটটা তাই দেশবাসীকেই উৎসর্গ করলেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা, ‘আকুণ্ঠ সমর্থনের জন্য সবার আগে দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। দেশ থেকেও দারুণ সমর্থন পেয়েছি। আশা করি আমরা তাদের গর্বিত করতে পেরেছি। এই ট্রফিটা শ্রীলংকার সবার।’
এবারের এশিয়া কাপে অধিকাংশ ম্যাচেই টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া দলই শেষ হাসি হেসেছে। কিন্তু ফাইনালে টসভাগ্য সদয় হলেও ছন্নছাড়া ফিল্ডিং ও বাজে ব্যাটিংয়ে খেসারত দিয়ে হারতে হলো পাকিস্তানকে। পুরো আসরের মতো ফাইনালেও ব্যর্থ অধিনায়ক বাবর আজম। তবে হারের জন্য ফিল্ডিংকেই দুষলেন বাবর, ‘ফাইনালেও মতো চাপের ম্যাচে বেশি ভুল করার সুযোগ থাকে না। বাজে ফিল্ডিংয়ের জন্য ১৫-২০ রান বেশি দিয়েছি। সেটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে। ব্যাটিং ভালো হয়নি। অসাধারণ ক্রিকেট খেলার জন্য শ্রীলংকাকে অভিনন্দন।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত