এইচএসসি পেছানো ও ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিতে শাহবাগে পরীক্ষার্থীদের বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ১৪:৩১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩

ডেঙ্গু রোগের প্রকোপের কারণে এইচএসসি ও সমমানের কোনো কোনো পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক চান ১৭ আগস্ট পরীক্ষা শুরু না করে আরও কিছুদিন যেন পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষা পেছানোর পাশাপাশি তাদের দাবি ৫০ নম্বরে পরীক্ষা নেওয়া হোক। গতকাল রাজধানীতে কিছু পরীক্ষার্থী বিক্ষোভ করেছে। এদিকে আজ মঙ্গলবার একই দাবিতে বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা।

আসন্ন এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা পেছানো ও ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পরীক্ষার্থীরা শাহবাগে আসে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে—‘৫০ মার্কের পরীক্ষা নিতে হবে’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘আমরা শিক্ষার্থী আসামি না’।

এদিকে পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশ পরীক্ষা পেছানোর দাবি করলেও শিক্ষা বোর্ডগুলো বলছে, এখন পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘোষিত সময়েই পরীক্ষা শুরু হবে।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আজ মঙ্গলবার এ-সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা ডাকা হয়েছে। বেলা তিনটায় সভা শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত