উড়ো চিঠি
প্রকাশ: ২ আগস্ট ২০২১, ০৯:১৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০২
ভাস্কর সাহা
----------------------------
প্রেম চাইনি তবু অনাদায়ী ঋণের মতো ঝুলে আছে অপেক্ষার চাঁদ ;মৃত জোছনার উৎসব!
যে রাতে দহন জ্বেলে ফিরে গিয়েছিলে নিজস্ব মূলে
সেদিনই জেনেছিলাম
বৃষ্টি মানেই শুধূ বারিধারা নয় কখনো বন্যার মতো সে ভাসিয়েও নেয় দেহাতীত সুখ
বুকের গভীরে অস্পস্ট আরতির সুর,হিমায়িত অরব প্রার্থনা
কি করে পারো নাছোড় বাঁচার কাছে প্রশ্ন রেখে এভাবে পালিয়ে যেতে!
ভোর আসে ,রাতের প্রান্তর জুড়ে শুধুই শূন্য হাওয়ার তোড়,
জানলে না--
কতোটা বিষাদ এসে নাড়িয়ে গেলে দেহের কবাট
একেকটা ভরাডুবি হয়!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত