উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জ দলিল লিখক সমিতির নির্বাচন 

  মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩২ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৭

উৎসবমুখর পরিবেশে মুন্সিগঞ্জ সদর সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লিখক ও ষ্ট্যাম্প-ভেন্ডার সমিতির দ্বি-বার্ষিকী (২০২২-২০২৩) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ৫ টি পদে নির্বাচন করতে মোট ৭৬  জন ভোটার দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার ভোট দিবেন। 

এবারের নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছে সভাপতি পদে ৩ জন- হাজী চাঁন মিয়া ঢালী, রফিকুল ইসলাম রিপন, মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ৩ জন- আরিফুজ্জামান দিদার, মোঃ মেহেদি হাসান রাজীব, হাজী মোঃ নূরে আলম, সহ-সাধারন সম্পাদক পদে ২ জন- মুহাম্মদ আল মামুন, মোঃ আরিফ হোসেন ইয়াসিন, প্রচার সম্পাদক পদে ২ জন- মোঃ আক্তার হোসেন ঢালী, সোহাগ মাহামুদ, কার্যকরী সদস্য পদে ৩ জন- মোঃ রমজান হোসেন, মোঃ সাইফুল ইসলাম পলাশ, মোঃ হানিফ মিয়া, সর্বমোট ৫ টি পদে ১৩ জন প্রার্থী হয়েছেন। ভোটার সংখ্যা ৭৬। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বরত আছেন মোঃ শাহ জাহান গাজী সহকারী কমিশনার হিসাবে আছেন যথাক্রমে মোঃ শাহ জাহান তালুকদার বুলু, রোকনউদ্দিন আহম্মেদ ও আওলাদ হোসেন ঢালী। উল্লেখ  থাকে যে, সহ-সভাপতি পদে মোঃ আবু সালেহ এবং কোষাধক্ষ্য হিসাবে মোঃ জহির হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত