উপলব্ধি  

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১০:১০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০২

শামসুন নাহার
----------------

যখন আমার চিন্তা আড়ষ্ট ছিল,
তখন চারপাশে যেন কত পাপ ছিল,
কতকিছুর সংকোচ ছিল,
কথায় কথায় অনুশোচনা ছিল,
কিছু করি নাই তবু 
মন কেবল পাপের মহাসাগর ছিল,
তাইতো রাতদিন ক্ষমা চাওয়ার তাগিদ ছিল॥

যখন মন আমার উদার হল,
তখন সৃষ্টির সৌন্দর্য্য যেন পূণ্যতায় পূর্ণ হলো,
দাস থেকে মন মানুষ হলো,
মানুষে মানুষে ভেদাভেদ বিদায় নিলো॥

আজ ভাবি পাপ তাহলে কোথায়?
পাপ মননে ও কর্মে,
সেই পাপ পূণ্য হলে,
শান্তি আসবে ধরাধামে॥

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত