উপপ্রধানমন্ত্রী বারাদারের আহত বা নিহত হওয়ার খবর পুরোপুরি ভিত্তিহীন: তালেবান
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১
আফগানিস্তানের তালেবান তাদের সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদারের আহত বা নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।
তালেবান মুখপাত্র সুলাইল শাহীন জানিয়েছেন, মোল্লা আবদুল গনি বারাদার একটি ভয়েস ম্যাসেজে এক সংঘর্ষে তার নিহত বা আহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। মোল্লা বারাদার বলেছেন এই খবর পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন।
তালেবান একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, সেটিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে এক বৈঠকে বারাদারকে দেখানো হয়েছে। তবে এই ফুটেজটি নতুন কিনা তা স্পষ্ট নয়।
মোল্লা বারাদার তালেবানের রাজনৈতিক দপ্তরের সাবেক প্রধান এবং গত সপ্তাহে ঘোষিত সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
বারাদারের সমর্থকদের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানির সমর্থকদের সংঘর্ষ হয়েছে বলে কয়েকদিন ধরেই গুজব ছড়াচ্ছিল। এ গুজবও রয়েছে যে, তালেবানে গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি বেড়েছে।
অবশ্য তালেবান সব সময় তা অস্বীকার করে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত