উইন্ডিজের বিপক্ষে হেরে বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বাড়লো টাইগ্রেসদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:০৭ |  আপডেট  : ২ মে ২০২৫, ১১:৫৭

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। জয় পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট। তবে জয়ের দেখা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ক্যারিবিয়ান মেয়েদের কাছে ৩ উইকেটে হেরেছে তারা। ফলে বিশ্বকাপের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায়  বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটা ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ৬২ রানের জুটি গড়েছিল বাংলাদেশ। এ বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে সেবারও দ্বিতীয় উইকেটেই জুটি গড়েছিলেন পিংকি ও সুপ্তা।

পিংকি ও সুপ্তার জুটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সুপ্তা করেন সর্বোচ্চ ৭৯ বলে ৬৭ রান। এছাড়া পিংকি করেন ৭৮ বলে ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলিয়াহ অ্যালেন নেন ৪টি উইকেট।

২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চিনাল হেনরি করেন ৪৮ বলে ৫১ রান। এছাড়া কিয়ানা জোসেফ ৩৯ বলে ৩১, স্টেফানি টেইলর ৫১ বলে ৩৬ রানের  গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভর করে ২৪ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। 

বাংলাদেশের পক্ষে পেসার মারুফা আক্তার ৩৭ রান খরচায় নেন ২ উইকেট। আগামী ১৯ এপ্রিল বাছাই পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত