ঈদে ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে
প্রকাশ: ২৩ মে ২০২৪, ১৭:৩৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯
আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত মোট ১১ দিন নদীতে বাল্কহেড (বালুসহ বিভিন্ন মালামাল বহনকারী ইঞ্জিনচালিত ট্রলার) চলাচল বন্ধ থাকবে। এসময়ে কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। পশুবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ঈদের আগে তিনদিন ও পরে তিনদিন মিলে সাতদিন সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২২ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।
প্রতিমন্ত্রী বলেন, গতবার (ঈদুল ফিতর) ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সব পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ করেছে। এবারও যাতে যাত্রা নিরাপদ হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত