ঈদের দিনে রচিত দুটি কবিতা
প্রকাশ: ১৫ মে ২০২১, ২০:৩৭ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৪০
ঈদের খুশী আজকে ফিকে
ঈদের খুশী আজকে ফিকে
ক্রুদ্ধ করোনায়
এরই মাঝে মরছে মানুষ
যুদ্ধ বাহানায়।
মানবতার ধর্ম আমার
শান্তি যাহার নাম
অশান্তি আর সংঘাতে সে
পিষ্ট অবিরাম।
রক্ত ঝরে ফিলিস্থিনে
রক্ত আরাকানে
আর কতকাল রক্ত দিবে
রিক্ত মুসলমানে?
বিশ্ব বিবেক ঘুমিয়ে কেন
গড্ডালিকার স্রোতে
অশান্তি আর যুদ্ধ হটান
এই পৃথিবী হতে।
সম্প্রীতি হোক দেশে দেশে
সকল জাতি ধর্মে
সবার উপর মানুষ সত্য
এই একতার মর্মে।
ঈদ এসেছে ধনীর ঘরে
ঈদ এসেছে ধনীর ঘরে
যাদের ঘরে নিত্য ঈদ
ঈদের খুশী রয় অধরা
সমাজ যাদের নয় সুহৃদ।
স্বাধীনতার অর্ধশতক
পার হয়েছে দীর্ঘ সময়
আজো কেন ত্রাণ প্রহসন
এই সমাজে হয় অভিনয়?
আজো কেন পথের কলি
যায় হারিয়ে ফোটার আগে
ধনের পাহাড় বিত্তবানের
প্রশ্নটা আজ জাগুক মনে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত