ঈদের কোলাকুলি

প্রকাশ: ৪ মে ২০২২, ১৯:৪১ | আপডেট : ৫ মে ২০২৫, ১১:৪৬

নিতাই চন্দ্র দাস
--------------------
মক্কা থেকে হিজরত করে
রাসুলের মদিনায়
জাহেলি যুগের প্রানোৎসব
মেহেরজান নওরোজ পায়।
উৎসব দুটি ইহুদীরা
করতো পূর্ণিমাতে
মহানন্দে উঠতো মেতে
জোৎস্না ভরা রাতে।
ইহুদীর ঐ আনন্দোৎসব
রাসুল করে বারন
ঈদুল ফিতর ঈদুল আযহা
বান্দা করো ধারণ।
ছয়শো তেইশ খ্রিষ্টাব্দে হয়
পবিত্র ঈদের মাস
মুসলিম বিশ্ব জানো কি সব
ঈদ শুরুর ইতিহাস।
মহাসৃষ্টির প্রলয় উৎসে
রাব্বুল আলআমিন রব
মুসলিম বিশ্বে নাযিল করে
পবিত্র ঈদ উৎসব।
ঈদ উৎসবে চাঁদের হাসি
উছলে পরে মনে
চিত্তানন্দে গাহে পাখি
ফুল ফোটে ঐ বনে।
রমজান মাসে সংযম করে
শোধন মনের ভিতর
ধনী গরীব বিভেদ ভুলে
মাতায় ঈদুল ফিতর।
ঈদুল ফিতর বার বার আনে
মহানন্দের ঝুলি
রাজা প্রজা নামাজ পড়ে
করছে কোলাকুলি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত