ঈদের আগে আড়াই কোটি টাকা সরকারী সহায়তা পাবে কাউনিয়ার ৫০ হাজার পরিবার
প্রকাশ: ৭ মে ২০২১, ১৬:১৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩
বৈশ্বিক মহামারী করোনার ২য় ঢেউয়ে সরকারের মানবিক সহায়তা হিসেবে জিআর ও ভিজিএফ (নগদ টাকা) এর আওতায় কাউনিয়া উপজেলার ১টি পৌর সভাসহ ৬টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার পরিবারকে প্রায় আড়াই কোটি টাকা সহয়তা দেয়া হবে। ইতোমধ্যে পরিবার গুলোর তালিকা তৈরী সম্পন্ন করে বিতরণ শুরু হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে এ সব টাকা বিতরণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সুত্র।
উপজেলা দুর্যোগ ও ত্রান অফিস সূত্রে জানাগেছে, সা¤প্রতিক লকডাউন ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ ৪৫০ টাকা হিসেবে উপজেলার সারাই ইউনিয়নের ৬১৭৭, হারাগাছ ইউনিয়নের ৬০৪৬, কুর্শা ইউনিয়নের ৯২৫৮, শহীদবাগ ইউনিয়নের ৪৮৭৫, বালাপাড়া ইউনিয়নের ৮৯৮৯, টেপামধুপর ইউনিয়নের ৯৫০৯ এবং হারাগাছ পৌরসভার ১৫৪০টি হতদরিদ্র পরিবারকে এ অর্থ সহায়তা প্রদান করা হবে। অপরদিকে জিআর ৫০০ টাকা হিসেবে করোনা কালীন ক্ষতিগ্রস্ত নানা শ্রেণীপেশার হারাগাছ পৌরসভার ২০০ এবং ৬টি ইউনিয়নের প্রতিটিতে ৫০০ অসহায় পরিবারের মাঝে এ নগদ টাকা প্রদান করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান, জিআর ৫০০ টাকা হিসেবে ৩২০০ পরিবারকে ১৬ লাখ টাকা এবং ভিজিএফ ৪৫০ টাকা হিসেবে ৪৬৩৯৪টি পরিবারের মাঝে ২ কোটি ২৬ লাখ ৭ হাজার ৩শ’ টাকা বিতরণ করা হবে। এছাড়া দুঃস্থ মোটর শ্রমিকদের আর্থিক সহায়তার ২৫০০ টাকা করে অনুদানের নিমিত্তে অনলাইনে তাদের ডাটাবেজ নিবন্ধন প্রক্রিয়া চলছে। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন জানান ঈদের আগেই এসব অর্থ বিতরণ শেষ হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত