ঈদুল ফিতর উপলক্ষে শ্রীনগরে আর্থিক সহায়তা
প্রকাশ: ৪ মে ২০২১, ০৯:১৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের কর্মহীন অসহায় পরিবারকে ব্যক্তি উদ্যোগে আর্থিক সহায়তা করা হয়েছে। সোমবার সকালে আল-আমিন বাজারে উত্তর কামারগাঁও এলাকার বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী সোয়েব মোড়ল এই আর্থিক সহায়তার লক্ষ্যে টোকেন বিতরণ করেন। ১ হাজার পরিবারের মধ্যে ১০ লাখ টাকার টোকেন বিতরণ করেন তিনি।
ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ও প্রবাসী সোয়েব মোড়লের ভাগিনা নুরুল আমিন মোড়ল জানান, করোনা রোধে কর্মহীন পরিবারগুলো বিতরণকৃত এই টোকেনের মাধ্যমে আল-আমিন বাজারের নিদিষ্ট ৬টি দোকান থেকে ঈদ উপহার হিসেবে ১ হাজার টাকা সমপরিমান মূল্যের যেকোন পণ্য সংগ্রহ করতে পারবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত