ঈদুল আযহা উপলক্ষ্যে নন্দীগ্রামে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করলেন ইউএনও
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৮:৫৪ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।
সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযহার দিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গোছন, বৈলগ্রাম ও নামুইটসহ বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করেন। সেসময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, পবিত্র ঈদুল আযহার আনন্দ হতদরিদ্র মানুষের সাথে ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। মোট ২৫০জন অটোভ্যান ও রিকশাচালকসহ দিনমজুরের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত