ঈদুল আজহার দিনে মেয়ে স্মিহাকে পরিচয় করিয়ে দিলেন নাবিলা
প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১০:১৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪
ঈদুল আজহার দিনে মেয়েকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মডেল-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
বুধবার ফেইসবুক নাবিলা দুটি ছবি শেয়ার করেন। একটি স্বামী জোবায়দুল হক রিমা ও নাবিলার সঙ্গে ছোট্ট মেয়েটি। অন্য ছবিতে এ নবজাতককে একাই দেখা যাচ্ছে।
ছবির ক্যপশনে ‘আয়নাবাজি’ তারকা লেখেন, “ঈদ মোবারক বিশ্ব! স্মিহার পরিচিতি”। স্মিহার ধূসর রঙের ফ্রক কে উপহার দিয়েছে সেটাও জানানো হয়।
১ জুলাই মা হয়েছেন নাবিলা। মেয়ের নাম রাখেন মালহার মাসুমা হক। এ কথা তার ভক্ত-অনুরাগীরা জানলেও আড়ালে ছিল স্মিহা। এবার তাকে প্রকাশ্যে আনলেন বাবা-মা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত