ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ | আপডেট : ১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২
জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহি মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। দেব চৌধুরীকে শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান দারুসসালাম মসজিদে খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
শাহাদাহ পাঠের আগে দেব চৌধুরী বলেন, ‘আমি নিজ উদ্যাগে মুসলিম হচ্ছি আজ। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে তিনটা বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে!’
শাহাদাহ পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।
প্রসঙ্গত, দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটি ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত