ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১৯:০৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৯ অক্টোবর ২০২১, শনিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এম. শহীদুল এমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি। রাজশাহী জোনের শাখাসমূহের শাখা ব্যবস্থাপক, ম্যানেজার অপারেশন্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত