ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ৭ মার্চ ২০২২, ১৯:৩৫ | আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ৫ মার্চ ২০২২ শহরের ব্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদ। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন। এতে মানি লন্ডারিং বিষয়ক সতর্কতা ও ব্যবসায় উন্নয়ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত