ইসলামী ব্যাংক নওয়াবপুর রোড শাখার ইফতার মাহফিল 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১৬:৩৮ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নওয়াবপুর রোড কর্পোরেট শাখার উদ্যোগে ১২ এপ্রিল ২০২২ ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ঢাকার ফার্স হোটেলে অনুষ্ঠিত হয় । ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এতে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী'আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনউদ্দিন । সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম ও মোহাম্মদ হাবীবুর রহমান। স্বাগত বক্তব্য দেন শাখার ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ মাহফিলে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত