ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ৩ মার্চ ২০২২, ১৫:৪২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২ মার্চ ২০২২ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান।
এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির ও মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান মীর রহমত উল্লাহ। সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাপ্রধান, শাখার বিভাগীয় প্রধান ও উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত