ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১৯:০০ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৬
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার আইবিটিআরএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক মোঃ জাকের হোসেইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, কে এম মুনিরুল আলম আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন ও এ কে এম শহীদুল হক খন্দকার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিঞা। কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন ব্যবসার ২৫ জন তরুণ উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত