ইসলামী ব্যাংকের সঙ্গে বিআরবি হসপিটালের কর্পোরেট চুক্তি
প্রকাশ: ৯ জুন ২০২২, ১৫:৩৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিআরবি হসপিটালের সঙ্গে কর্পোরেট চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কার্ডহোল্ডারগণ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ বিআরবি হসপিটালের বিভিন্ন সেবায় ২৫% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। সম্প্রতি হসপিটাল ভবনে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও বিআরবি হসপিটালের ডাইরেক্টর ডা. মোঃ মুনসুর আলী এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, বিআরবি গ্রুপের ডাইরেক্টর মফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত