ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন
প্রকাশ: ১ জুন ২০২২, ২২:০৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫০তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান ০১ জুন ২০২২, বুধবার একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দীন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. শহীদুল হক খন্দকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া ও মোহা. আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এ ইন্টার্নশিপ কোর্সে অংশগ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত