ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠিত

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:০৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার, সিপাহীপাড়াস্থ জেলা কার্যালয়ে  ২৫ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় , জেলা শাখার নব গঠিত নির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা শাখার  নবগঠিত কমিটির মুহতারাম সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরীর সভাপতিত্ব ও জেলা শাখার সেক্রেটারি, গাজী মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনা দায়িত্বশীলদের শপথ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন,আল্লাহ জমিন আল্লাহ তায়ালার আইন প্রতিষ্টার জন্য  সকল দায়িত্বশীলকে, ইখলাস ও খুলুসিয়াতের সহিত  কারার আহবান করেন। এ ছাড়াও, সহ সভাপতি, মাওলানা সোহরাব হোসেন ফারুকী, এবং, সেক্রেটারী, গাজী মুহাম্মদ রফিকুল ইসলাম  গুরুত্বপূর্ণ আলোচনা করেন। (২০২৫-২৬) ইং২বছরের জন্য অনুমোদন জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি  ঘোষণা করা হয় ।

সভাপতি:মুফতী সাহদাত হোসাইন লস্করপুরী,সহ সভাপতি : মাওলানা সোহরাব হোসেন ফারুকী , সহ সভাপতি :মুহাম্মদ মহিউদ্দিন বেপারী ,সহ সভাপতি :আলহাজ্ব ফারুক হোসেন  হাওলাদার , সেক্রেটারী: গাজী মুহাম্মদ  রফিকুল ইসলাম , জয়েন্ট সেক্রেটারী:- মুফতী সানাউল্লাহ কাসেমী , এস্যিট্যান সেক্রেটারী:আলহাজ্ব মুনসুর আহমাদ মুসা ,সাংগঠনিক সম্পাদক : মুফতী মুজাহিদুর ইসলাম সাদেকী, প্রচার ও দাওয়াহ বিষয়ক , সম্পাদক :-গাজী মুহাম্মদ জসিম উদ্দিন , দফতর সম্পাদক :- আব্দুল্লাহ ,অর্থ ও প্রকাশনা সম্পাদক :- ডা. মুহাম্মদ ওবায়দুল্লাহ সরদার , প্রশিক্ষন সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম , ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মুহাম্মদ শামিম হসোন,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক :হাফেজ মুহাম্মদ সাইদ আহমদ , আইন মানবাধিকার বিষয় সম্পাদক :অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা , কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক  :-মোহাম্মদ সিরাজুল ইসলাম ,মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক  :মোঃ দেলোয়ার হোসেন, সিকদার , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক : আলহাজ্ব মুসা ঢালী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক :আলহাজ্ব মাকসুদুর রহমান  ,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক :মৌলভী মোহাম্মদ আল আমিন সরকার  ,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক  :মাও হামিদুর রহমান ,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক  :ডাক্তার মোহাম্মদ ইরফান ঢালী  ,২৩ সহ-সাংগঠনিক সম্পাদক :মোহাম্মদ আলী আজগর  রিপন , সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক :মোঃ মুরসালিন , সহ দপ্তর  সম্পাদক : বাহাদুর শাহ তানভীর ,সহ অর্থ প্রকাশনা সম্পাদক :-মোহাম্মদ জালাল আহমেদ , সহ প্রশিক্ষণ সম্পাদক  :মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী  , সদস্য :-  হাফেজ কার্বী নুরুল্লাহ, সদস্য : মুহাম্মদ জাহাঙ্গীর তালুকদার ,সদস্য :- হাজ্বী মুহাম্মদ এলান, সদস্য:হাজ্বী মুহাম্মদ শরিফ হোসেন,সদস্য : বুলবুল দেওয়ান,  সদস্য:মাও আ. জলিল,সদস্য :মুহা. দুলাল মাষ্টার ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত