ইসরায়েলি গণহত্যা্কে প্রাচীন ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্বের সাথে তুলনা করেছে বিশ্ব আদালত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১১

ফাইল ছবি

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার জন্য দক্ষিণ আফ্রিকার দায়ের করা অভিযোগে মামলার শুনানি শুরু হয়েছে। ইসরায়েলি গণহত্যা মামলাকে প্রাচীন ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্বের সাথে তুলনা করেছে বিশ্ব আদালত। 

গত ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এ মামলাটি করেছিল, ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের আকাশ ও স্থল আক্রমণের জরুরি স্থগিতাদেশ দাবি করেছে দেশটি । আগ্রাসন শুরুর এই তিন মাসে প্রথম ইসরায়েল বৃহস্পতিবার বিশ্ব আদালতে গণহত্যার অভিযোগের সম্মুখীন হয়েছে, কারণ প্রথম বাসিন্দারা উত্তরাঞ্চলে ফিরে আসতে শুরু করেছে। 

তিন মাসের ইসরায়েলি বোমাবর্ষণে অনেক সংকীর্ণ উপকূলীয় ছিটমহল নষ্ট হয়ে গেছে, তেইশ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে এবং ২.৩ মিলিয়ন ফিলিস্তিনিদের প্রায় পুরো জনসংখ্যাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে দিয়েছে। একটি ইসরায়েলি অবরোধ খাদ্য, জ্বালানি এবং ওষুধের সরবরাহ তীব্রভাবে সীমিত করেছে, যা জাতিসংঘ একটি মানবিক বিপর্যয় হিসাবে বর্ণনা করেছে। তবে গণহত্যার অভিযোগ ভিত্তিহীন বলে দাবী ইসরায়েলের। 

বুধবার ও টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু বিষয় আমি স্পষ্টভাবে তুলে ধরতে চাই। প্রথমত, গাজা উপত্যকা দখল করা বা সেখানে বসবাসরত বেসামরিক লোকজনকে উচ্ছেদ করার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা ইসরায়েলের নেই। ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে হামাসের সন্ত্রাসীদের বিরুদ্ধে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে নয়।‘

‘দ্বিতীয়ত, গাজায় ইসরায়েলি বাহিনীর যে অভিযান চলছে, তা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালনা করা হচ্ছে।’(রয়টার্স)

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত