ইসরাইলে এবার শনাক্ত ফ্লোরোনা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭

কোভিড, ডেল্টা, ওমিক্রন-এসব নাম ছাপিয়ে ইসরাইলে শনাক্ত হলো নতুন রোগ ‘ফ্লোরোনা’। করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জার এই যুগলবন্দির এ নাম নির্ধারণ করেছে চিকিৎসাবিজ্ঞান।

ইসরাইলের এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে মিলেছে এই ভাইরাস। তবে এই রোগে আক্রান্ত হওয়ার পর আপাতত তার শারীরিক অবস্থা ভালোই আছে।

শুক্রবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবু নতুন ধরনের এই রোগ নিয়ে চিন্তিত ইসরাইলিরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু গত সপ্তাহেই সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত এক হাজার ৮৪৯ জন।

চিকিৎসকরা জানাচ্ছেন, ফ্লোরোনায় আক্রান্ত রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। ইন্ডিয়া টুডে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত