ইসকন সদস্যদের বাধা, চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৪:২১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০৩
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহি গাড়ি চলাচল করতে পারেনি। বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, ‘গতকাল হঠাৎ করেই ভারতের দিকে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। সংগঠনের পতাকা হাতে তারা বিক্ষোভ করেন। এতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। গতকাল প্রায় দেড়কোটি টাকার মালামাল আটকে যায়। ভারতে মাছসহ অনেক কাঁচাপণ্য পাঠানো হতো। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির মধ্যে পড়লাম। তবে চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা দুই দেশের মধ্যে আলোচনা করছেন।’
সিলেট কাস্টমস বিভাগের উপ-কমিশনার মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা না। ভারতের অংশের সমস্যাটা খোঁজ নিয়ে দেখতে হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত