তেহরানের জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ খাতামির ঘোষণা

‘ইরানি জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কিছু মেনে নেবে না’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২১, ০৭:৫৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:২২

 

তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ভিয়েনা সংলাপে ইরানের জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছু পেলে সন্তুষ্ট হবে না। তিনি আজ তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এ মন্তব্য করেন।

ইরান থেকে একটি অভিজ্ঞ আলোচক দলকে ভিয়েনায় পাঠানো হয়েছে উল্লেখ করে ইরানের এই প্রভাবশালী আলেম বলেন, এই আলোচক দল এমন একটি শক্তিশালী দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন যারা বহু পরীক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বার্থ রক্ষা করেছে। এবার তারা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছু মেনে নেবে না।

আয়াতুল্লাহ খাতামি বলেন, ইরানি আলোচক দল সুস্পষ্টভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন এবং তারা তাদের কথা ও কাজে মার্কিন-বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি খুতবার অন্য অংশে ইরানি জনগণকে সঠিকভাবে করোনাভাইরাসের টিকার আওতায় নিয়ে আসার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

তেহরানের জুমার নামাজের খতিব ইরানের বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ মরহুম শহীদ সাইয়্যেদ হাসান মোদাররেসের শাহাদাতবার্ষিকী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদ মোদাররেস ছিলেন এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি ইমাম খোমেনী (রহ.)-এর দৃষ্টিতে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন এবং ইমাম তাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করতেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত