ইভিএমে এখনও আস্থা আসেনি, তবে দিনের ভোট দিনেই হবে রাতে না: সিইসি 

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২২, ১২:৫৭ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯

ইভিএম ব্যবহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এমন তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামীতে দিনের ভোট দিনে হবে, রাতে কোনো ভোট হবে না। এটি নিশ্চিত করতে চাই।

মঙ্গলবার (২৪ মে) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভায় কথা হয়েছে। তবে, ইভিএমে এখনও আস্থা আসেনি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, দিনের ভোট দিনেই হবে। নির্বাচনকে প্রহসনে রূপ দেয়ার ইচ্ছে নেই।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে কোনোরকম সিদ্ধান্তে উপনীত হইনি। কোনোরকম চাপের মুখে মাথা নত করছি না, করবো না। ইভিএম নিয়ে ৪ থেকে ৫টি মিটিং করেছি। পুরোপুরি আস্থা পাইনি এখনও।

তিনি আরও বলেন, গণমাধ্যমে বক্তব্য দেয়ার সময় নির্বাচন কমিশনারদেন দায়িত্বশীল হওয়া উচিত। এমন কোনো বক্তব্য দেয়া উচিত না, এমন কোনো কথা বলা ঠিক নয় যাতে কমিশন বিব্রত হয়, ইসির মর্যাদা ক্ষুণ্ণ হয়।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি পেলে ১০ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, সিইসি কিংবা ইসি সংশ্লিষ্ট কারও পক্ষ থেকেই এমন কথা বলা হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত