ইফটিজিং করায় যুবকের কারাদন্ড
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:১৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
আদমদীঘিতে গৃহবধু ও স্কুল ছাত্রীদের মোবাইলে প্রেম প্রস্তাব ও রাস্তায় ইফটিজিং করার অপরাধে নূর ছিদ্দিক নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে ওই যুবককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় বখাটে ওই যুবক নূর ছিদ্দিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের আব্দুল জোব্বারের বখাটে ছেলে নূর ছিদ্দিক (৩৬) বিভিন্ন সময় একাধিক গৃহবধু ও স্কুল ছাত্রীদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে প্রেম প্রস্তাব, অশ্লীল ভাষায় লেখা পাঠিয়ে দেয়া সহ রাস্তা ঘাটে মেয়েদের ইফটিজিং করে আসে। গতকাল বুধবার সকালে আদমদীঘি পশ্চিম বাজার এলাকায় রাস্তার পার্শ্বে এক গৃহবধুকে ইফটিজিং করার সময় পুলিশ বখাটে নূর ছিদ্দিককে গ্রেফতার করে। পরে ওই বখাটে যুবককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত