ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

  ক্রীড়া সংবাদদাতা

প্রকাশ: ১ জুন ২০২২, ২২:২৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৪৮

র‌্যাংকিং বলছে, শক্তিমত্তায় বাংলাদেশ বেশ পিছিয়ে। তাই দুই দলের লড়াইয়ে ফেবারিট ধরা হচ্ছিল ইন্দোনেশিয়াকেই। স্বভাবতই প্রতিপক্ষ বেশ আক্রমণাত্মক ছিল। কিন্তু বাংলাদেশ গোল আদায় করে নিতে দেয়নি ইন্দোনেশিয়াকে।

বান্দুংয়ে ফিফা প্রীতি ম্যাচে আজ (বুধবার) স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এতে করে মূল্যবান একটি পয়েন্ট পেয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ম্যাচে ৪-৩-৩ ফরম্যাটে খেলে ইন্দোনেশিয়া। বাংলাদেশ ছিল কিছুটা রক্ষণাত্মক, ৪-৪-২ ফরম্যাটে মাঠ সাজান কোচ।

ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮ এবং ইন্দোনেশিয়ার ১৫৯। অর্থাৎ পার্থক্য ২৯ ধাপ। ওপরের সারির দলের সঙ্গে একটি পয়েন্ট পাওয়ায় র‌্যাংকিংয়েও এর প্রভাব পড়বে।

ফুটবলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দেখা হলো দীর্ঘ ১৪ বছর পর। ২০০৪ সালে মিয়ানমারে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে দুই দলের সর্বশেষ সাক্ষাত হয়েছিল। ওই ম্যাচে ইন্দোনেশিয়া জিতেছিল ২-০ গোলে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত