ইন্ডিয়ান মহারাজাসকে হারানোর দিনে জ্বলে উঠলেন রফিক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১১:০৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮

লিজেন্ডস ক্রিকেট লিগে বল হাতে জ্বলে উঠেছেন মোহাম্মদ রফিক। টাইগারদের সাবেক এই স্পিনার ৪ ওভারে ৩২ রান খরচায় শিকার করেছেন দুই উইকেট। যাতে ভর করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তার দল এশিয়া লায়ন্স।

আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডসে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৩ রান তোলে এশিয়া লায়ন্স। দলটির হয়ে উপুল থারাঙ্গা ৭২ ও আফগানিস্তানের আসগর আফগান খেলেন ৬৯ রানের ইনিংস। জবাবে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি ইন্ডিয়া মহারাজাস। 

ফলে ৩৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে এশিয়া। ইন্ডিয়া মহারাজাসের হয়ে সর্বোচ্চ ৩৫ করেন ওয়াসিম জাফর। এই জাফরকেই ফেরান মোহাম্মদ রফিক। এছাড়া আউট করেছেন স্টুয়ার্ট বিনিকেও। রফিকের মতো দুটি করে উইকেট শিকার করেন নুয়ান কুলসাকেরা ও আসর। শোয়েব আখতার দুই ওভার বল করে ১১ রান খরচায় উইকেট পান একটি।

এই নিয়ে আসরে টানা দ্বিতীয় জয় পেল এশিয়া লায়ন্স। প্রথম ম্যাচে দলটি ৬ উইকেটে হারিয়েছিল ওয়ার্ল্ড জায়ান্টকে। আর তিন ম্যাচ খেলে এটা দ্বিতীয় হার ইন্ডিয়া মহারাজাসের। ওয়ার্ল্ড জায়ান্টের বিপক্ষে শেষ ম্যাচে জয় না পেলে ফাইনাল খেলা হবে না দলটির।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত