ইনামুল হক স্মরণে এক মঞ্চে বিখ্যাত সব নাট্যদল
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১৩:২২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫
এক নাটকে, এক মঞ্চে দেশের নামকরা কয়েকটি নাট্যদল—সচরাচর এমনটা দেখা যায় না। তবে এবার মিলবে। অভিনেতা, নির্দেশক, নাট্যকার ইনামুল হকের প্রথম প্রয়াণদিবস উপলক্ষে একসঙ্গে মঞ্চে আসছে নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, সুবচন, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, নাট্যম, বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, উদীচী শিল্পীগোষ্ঠী ও ইনামুল হকের গড়া নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের শিল্পীরা। ইনামুল হকের কন্যা হৃদি হকের নির্দেশনায় ‘একাত্তর ও একজন নাট্যকার’ নাটক নিয়ে হাজির হবেন তাঁরা।
আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে ‘একাত্তর ও একজন নাট্যকার’। এর আগে নাট্যশালার মহড়াকক্ষে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নূনা আফরোজ, রওনক হাসানসহ বিভিন্ন দলের শিল্পীরা। প্রথমবার একসঙ্গে কাজ করতে গিয়ে ভিন্ন রকম অভিজ্ঞতার কথা জানালেন শিল্পীরা।
গত বছরের ১১ অক্টোবর মারা যান ইনামুল হক। গতকাল ছিল তাঁর প্রথম প্রয়াণদিবস। তাঁর স্মরণে আজ শিল্পকলা একাডেমিতে ‘মহাকালের ঘোড়সওয়ার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে নাগরিক নাট্যাঙ্গন। সেই আয়োজনেই নাটকটি প্রদর্শিত হবে।
‘একাত্তর ও একজন নাট্যকার’ নাটকে ইনামুল হকের লেখা মুক্তিযুদ্ধের তিন নাটকের খণ্ডবিশেষ তুলে ধরা হয়েছে।
আজ বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজনে নাটকের পাশাপাশি কথা, আবৃত্তি ও লেখায় তুলে আনা হবে ইনামুল হকের বর্ণাঢ্য জীবন। তাঁকে ঘিরে স্মৃতিচারণা করবেন দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন নাট্যদলের কর্মী–কলাকুশলীরা। আজাদ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনামুল হককে নিয়ে স্মৃতিচারণা করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, সারা যাকের, রতন সিদ্দিকী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আজ বিকেল সাড়ে পাঁচটায় নাট্যশালার লবিতে বাঁশির সুরে শুরু হবে ইনামুল হক স্মরণ অনুষ্ঠান। পরে আবৃত্তি ও গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা ছয়টায় ধৃতি নৃত্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মূল মঞ্চে আলো জ্বলবে। এরপর দেখানো হবে ইনামুল হককে নিয়ে নির্মিত তথ্যচিত্র।
শুধু অভিনয়ে নয়, আয়োজনেও সংগঠনগুলো একযোগে কাজ করেছে। অনুষ্ঠানের সহ-আযোজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত