ইদের আগে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন অ্যাড-হক বোনাস
প্রকাশ: ৬ মে ২০২১, ১৯:৫৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:০০
করোনা (CoronaVirus) পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অ্যাড হক বোনাস দেবে রাজ্য। এক্সগ্রাসিয়া দেওয়া হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। ইদের আগে রাজ্যের এই সিদ্ধান্ত খুশি মুসলিম কর্মীরা।
বৃহস্পতিবার নবান্নের তরফে জারি করা হয়েছে একটি নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, রাজ্যের তরফে দেওয়া হবে অ্যাড হক বোনাস ও উৎসব অ্যাডভান্স। সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত মিলবে অ্যাড হক বোনাস। বেতন ৩৬ হাজার টাকার কম হলে মিলবে ৪,৫০০ টাকা। অমুসলিমদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। ৩১ হাজার টাকার নিচে যাঁদের পেনশন, তারাই এককালীন পাবেন আড়াই হাজার টাকা। ডিএ-সহ ৩৬ থেকে ৪৫ হাজারের মধ্যে বেতন যাঁদের, তাঁরা ১২ হাজার টাকা অগ্রিম বেতন নিতে পারবেন। পরিশোধের জন্য পাওয়া যাবে ১০ মাস সময়। মুসলিম কর্মচারীরা ইদের আগেই আবেদন করতে পারবেন। অর্থনীতিকে চাঙ্গা করতে আগেই কেন্দ্রের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উৎসব অ্যাডভান্স দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এবার একই পথে হাঁটল রাজ্য।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত