ইতিহাস গড়ে প্রথমবার হকি বিশ্বকাপে টাইগার যুবরা

  স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪

যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। লড়াইটা সাধারণ নয়, জিতলে ইতিহাস গড়বে বাংলাদেশ। পাবে হকি বিশ্বকাপে খেলার টিকিট। এমন সমীকরন নিয়ে ওমানের রাজধানী মাসকটে থাইদের ৭-২ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো হকি বিশ্বকাপ নিশ্চিত করেছে টাইগার যুবরা। 

এর মধ্যে দিয়ে হকির যেকোনও আসরে এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে লাল সবুজ জার্সিধারীরা। ২০২৫ সালে ডিসেম্বরে ভারতে হবে সেই বিশ্বকাপ। ৫-৮ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আজ বড় ব্যবধানে জিতে ন্যুনতম ষষ্ঠ হওয়া নিশ্চিত করেছে। পঞ্চম হওয়ার জন্য এখন দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যেকার দলের মধ্যে একটি দলের বিপক্ষে খেলতে হবে।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া একটি করে গোল করেছেন মোহাম্মদ রাকিবুল হাসান, মোহাম্মদ খান ও আমিরুল ইসলাম। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে আমিরুলের হাতে।

আগামী বছর ভারতে হতে চলা যুব বিশ্বকাপ হকিতে স্বাগতিক ভারতসহ এশিয়ার ৭ দেশ অংশ নেবে। এই যুব এশিয়া কাপ মূলত বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে এশিয়া কাপে ষষ্ঠ হলেই যে কোনও দেশের বিশ্বকাপ খেলার সুযোগ নিশ্চিত। তবে থাইল্যান্ডকে হারানোয় অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

এবারের যুব এশিয়া কাপে বাংলাদেশ খেলছে পুল ‘বি’তে। গ্রুপে ওমানের সঙ্গে প্রথম ম্যাচে জয়। এরপর পাকিস্তানের কাছে হার। কিন্তু শক্তিশালী মালয়েশিয়া ও চীনের সঙ্গে ড্র করে বাংলাদেশ। থাইল্যান্ডকে উড়িয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২ জয়, ২ ড্র ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৮।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত