ইতিহাস গড়ে ক্যারিবীয়দের হারিয়ে আয়ারল্যান্ডের সিরিজ জয়

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১০:৫৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৪

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতলেও টানা দুই ম্যাচে হেরে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের তাদের মাটিতেই ২ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। এই প্রথম বার আয়ারল্যান্ড টেস্ট ক্রিকেট খেলা কোনও দলের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনও সিরিজে জয় পেল। এর আগে টেস্টে খেলা কোনও দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফর্ম্যাটের কোনও সিরিজেই জয় পায়নি আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে ম্যাচটি জিতে যায়। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। তারা ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। শেষ ম্যাচটিকে ঘিরে ছিল টানটান উত্তেজনা। কারণ এই ম্যাচটি সিরিজের নির্ধারক ম্যাচ হয়ে গিয়েছিল। রবিবার (১৭ জানুয়ারি) জ্যামাইকার স্যাবিনা পার্কে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ওভারেই অলআউট হয়ে যায় ২১২ রানে। জবাবে ৮ উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পল স্টারলিংয়ের দল। 

স্যাবিনা পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৭২ রান যোগ করেন শাই হোপ ও জাস্টিন গ্রেভস। এরপর স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান করা ওপেনার শাই হোপ ৫৩ রানে ফেরেন। এরপরই শুরু হয় একের পর এক উইকেটের পতন। ১০১ রানের মধ্যে ফিরে যান ৬ ব্যাটার। শেষদিকে জেসন হোল্ডারের ৪৪ ও ওশেন থমাসের অপরাজিত ১০ বলে ২০ রানে কিছুটা সম্মানজনক স্কোর দাঁড় করায় ক্যারিবিয়ানরা। আয়ারল্যান্ডের হয়ে ম্যাকব্রাইন ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন ক্রেইগ ইয়াং।

রান তাড়া করতে নেমে ৪৪.৫ ওভারে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া ম্যাকব্রাইন ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। দলের হয়ে করেন সর্বোচ্চ ৫৯ রান। এছাড়াও হ্যারি টেক্টর করেন ৫২ রান। উইন্ডিজদের হয়ে ৩ টি করে উইকেট নেন রস্টন চেজ ও আকিল হোসেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত