ইতালির মনফালকোনে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে রাষ্ট্রদূত শামীম আহসানের বৈঠক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:৪০ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:২৫
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন ইতালির মনফালকোনে সিটি কর্পোরেশনের মেয়র আন্না মারিয়া । বৈঠকে মনফালকোনে শহরে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও মহিলাদের হিজাব পরিধানের বিষয় সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইতালির মনফালকোনে শহরে প্রায় ৬ ( ছয় ) হাজার বাংলাদেশির বসবাস । এই শহরের অধিকাংশ বাংলাদেশী কাজ করে থাকেন জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ফিনকান্তিয়ারী তে । অবার অনেকেই করছেন শুনামের সাথে ব্যবসা। সকাল সারে ৯ ( নয়) টায় মেয়রের নিজ কার্যালয়ের বাইরে স্হানীয় আওয়ামীলীগ নেতাকর্মী রা ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্টদূত শামীম আহসান ও মেয়র আন্ন মারিয়া কে। এর পর মেয়র আন্ন মারিয়া র সাথে দীর্ঘ সময় বৈঠকে উঠে আসে শিশু শিক্ষা , ভাষা , মুসলিম নারীদের হিজাব পরিধানসহ নানা বিষয়। বৈঠকে রাষ্ট্রদূত শামীম আহসান বঙ্গবন্ধু ও তার পরিবারের কথা তুলে ধরেন। মেয়র আন্না মারিয়া বলেন বাংলাদেশীদের কিছু ডকুমেন্টস বা তথ্য সংগ্রহ করতে অনেকটা সময় লেগে যায় সে ক্ষেত্রে দূতাবাসের সহায়তা কামনা করেন , যাতে করে দেশে থাকা প্রবাসী বাংলাদেশীদের সম্পত্তির হিসেব দ্রুত তম সময়ে ইতালিয় প্রশাসন পেতে পারে। সে সময় বৈঠকে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশী দূতাবাসে কাউন্সিলর আরফানুল হোক , মনফালকোনের পৌর কমিশনার আন্তোনিও গারিতানি , ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল , মনফালকোনে আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সরকার ।
বৈঠক শেষে রাষ্ট্রদূত মেয়রের হাতে উপহার স্বরূপ নৌকা ও চা পাতা তুলে দেন । সে সময় মেয়র ও রাষ্টদূত কে মনফালকোনে র ইতিহাস ঐতিহ্যের বই উপহার প্রদান করেন। পরে তারা জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ফিনকান্তিয়ারি র পরিচালক ক্রিস্টিয়ানো বাজার্রা র সাথে বৈঠকে মিলিত হন এবং জাহাজ নির্মাণ কাজ পরিদর্শন করেন। সে সময় বাংলাদেশী শ্রমিকদের কাজের প্রশংসা করেন পরিচালক। সেখানে কয়েক হাজার শ্রমিক শুনামের সাথে কাজ করছে বলে তারা জানান।
তবে স্হানীয় প্রবাসী বাংলাদেশীরা মনে করেন দুই দেশের কূটনীতিক সম্পর্ক ভালো থাকলে ইতালিতে বাংলাদেশীরা ভালো অবস্থান তৈরী করতে সক্ষম হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত