ইতালির ভেনিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর তানিয়া হোসেনের ভেনিস বাংলা স্কুল পরিদর্শন

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ৮ মার্চ ২০২২, ১০:১১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৩

প্রফেসর তানিয়া হোসেন ভেনিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে করমর্রত, জন্ম বাংলাদেশে হলেও এখন জাপানিজ নাগরিক। ভেনিস বাংলা স্কুলের আমন্ত্রণে  স্কুলে আসেন, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষীকারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় তিনি স্কুলের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষামূলক আলোচনা করেন এবং ইতালিতে বেড়ে ওঠা ছাত্র-ছাত্রীদের বাংলা শিক্ষা দেওয়ার ব্যাবস্থা করার জন্য  ধন্যবাদ জানান  ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষকে।  স্কুলের ছাত্র-ছাত্রী  খুব আনন্দের সাথে কথা বলেন প্রফেসর তানিয়া হোসেন এর সাথে ।প্রফেসর তানিয়া হোসেন স্কুল পরিদর্শনে আশায় ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ধন্যবাদ জানান।  

এ সময় উপস্থিত ছিলেন  নাসির উদ্দিন পান্না, আশিক পল্স , মোহাম্মদ উল্লাহ সোহেল, দিলরুবা জামান, সুরাইয়া আক্তার, মেহেরুন্নেসা মলি ,  হান্নান মিয়া, রুনু আক্তার, সোহেলা আক্তার বিপ্লবী, মোহাম্মাদ শহিদুল ইসলাম সুজন, ভেনিসের মেসত্রে র ওয়ার্ড কাউন্সিলর আফাই আলি, নুরে আলম,আব্দুর রউফ, কবির আহমেদ,  সুমন সরকার, আব্দুর রহমান সহ স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ। পরে স্কুল কক্ষে আব্দুর রউফ এর আয়োজনে  নৈশভোজের আয়োজন করা হয় ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত