ইতালির ভেনিসে ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১৪:৫২ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩
ক্রীড়াই শক্তি, ক্রীড়াি বল। এই স্লোগান নিয়ে ইতালির ভেনিসে জোবানি পের ওমানিতা মানবিক সংগঠনের উদ্যোগে ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রিন্স হাওলাদারের সভাপতিত্বে ও আওলাদ হোসেন অন্তুুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারঘেরা মিউনিসিপালের পুলিশের প্রধান কর্মকর্তা ডক্তরেচ্ছা এলেনা লজিতো। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিসের ডেপুটি মেয়র আন্দ্রেয়া তমাএল্লা।
এছাড়াও ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার সহ ভেনিসের বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মেস্রে টিমকে পরাজিত করে রেভেল টিম জয়ের ট্রফি ছিনিয়ে নেয়।উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের সদস্যদের কে ধন্যবাদ জানান প্রবাসে সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত