ইতালির ভেনিসে বৈশাখী উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান  

  জাকির হোসেন সুমন ,  ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ২১:১৩ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮

ইতালির ভেনিসে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ভেনিসের মারঘেরার একটি হল রুমে বাংলা মিউকিক ভেনিসের আয়োজনে  বেশাখী উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ইতালির ভেনিস সিটি কর্পোরেশনের সাংস্কৃতিক প্রতিনিধি  আলেচ্ছিও পাওলিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসুলেট অফিসের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ । বাংলা মিউজিক এন্ড স্কুলের সভাপতি  আজাদ খানের সভাপতিত্বে    ও কাজী আব্দুল বাকী রোনাক ও হাসনাহেনা ডালিয়ার যৌথ পরিচালনায়  সঙ্গীত ও নৃত্য  পরিবেশন করেন   বাংলাদেশ মিউজিক এন্ড স্কুল  ভেনিস  ও মুক্তির আোলো শিল্প গোষ্ঠী  সহ স্হানীয় শিল্পীরা।  পরে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ  মেলার স্টল পরিদর্শন করেন ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত