ইতালির ভেনিসে বাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল পয়েন্টের উদ্বোধন 

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ২২:৩৮ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১০

ইতালিতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় ভেনিসে উদ্বোধন করা হলো  ট্রাভেল পয়েন্টের । কিশোরগঞ্জ জেলার কাজী রোনাক ও তাজুল ইসলাম এর যৌথ মালিকানায়  ভেনিসের মেসত্রে  ভিয়া পিয়াভে ১৭০ নাম্বারে  নতুন এ প্রতিষ্ঠান টিতে প্রবাসীদের কাফ সার্ভিসের মাধ্যমে আইনি সহায়তা সহ  বৈধ উপায়ে বাংলাদেশ সহ বিশ্বের যে কোন দেশে অর্থ প্রেরন, বাস. এয়ার টিকিট, বিকাশ, কার্গো সার্ভিস দেয়া হবে।  

ট্রাভেল পয়েন্টের উদ্বোধন  করা হয় মিলাদ ও দোয়ার মাধ্যমে ।  এর পর ফিতা কেটে উদ্বোধন করেন  ভেনিসের কমিউনিটি নেতা ও ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ও ভেনিসের ওয়ার্ড কাউন্সিলর আফাই আলী।  সে সময়  কমিউনিটির নেতৃবৃন্দ সহ  বিভিন্ন  রাজনৈতিক দলের  ও সামাজিক, আঞ্চলিক  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।  সে সময় প্রতিষ্ঠানের কর্ণধার কাজী রোনাক ও তাজুল ইসলাম  জানান, ইতালিতে বসবাসরত বাংলাদেশী সহ সকল প্রবাসীদের  কম সময়ে  কম খরচে সঠিক সেবা দিতে তাদের এ প্রতিষ্ঠান  কাজ করে যাবে সকলের সহযোগিতায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত