ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী-ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশ: ৭ জুন ২০২১, ০৮:১০ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৫
ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে কিশোরগঞ্জ জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও শিশু কিশোরদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
দীর্ঘদিন লক ডাউনে বাসায় বন্দী থেকে হাপিয়ে ওঠা প্রবাসী বাংলাদেশীরা হই হুল্লোড় ও আনন্দে মেতে উঠে । করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ইতালি সরকারের নির্দেশনা মেনে ভেনিসের মেসত্রে সান জুলিয়ান পার্কে আয়োজন করা হয় কিশোরগঞ্জ জেলা সমিতির ঈদ পুনর্মিলন ও ক্রিড়া প্রতিযোগিতা। ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলা বাসী সহ বেশ কয়েকটি জেলার প্রায় ৪ শতাধিক বাংলাদেশীর অংশ গ্রহণে ঈদ পুনর্মিলনী পরিনত হয় বাংলাদেশীদের মিলন মেলায়। দুপুরেের খাওয়া দাওয়া শেষে , হই হুল্লোড় ও আনন্দে মেতে উঠে উপস্থিত সকলে। আয়োজন করা হয় নারী , পুরুষ ও শিশুদের নানা ক্রিড়া প্রতিযোগিতা। সেই সাথে বাংলাদেশ কে বুকে ধারন করে ইতালিয়ান জাতীয় পতাকার পাশাপাশি সান জুলিয়ান পার্কে স্হান পায় বড় একটি বাংলাদেশী জাতীয় পতাকা।
শিশুদের বিস্কুট দৌড় , মুখে চামুচ নিয়ে দৌড় , মহিলাদের হাঁড়ি ভাঙ্গা ও উল্টো দৌড় প্রতিযোগিতা ও পুরুষদের বেলুন ফুটানো প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । সে সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি মোবারক হোসেন , সাধারন সম্পাদক ফখরুল চৌধুরী , প্রধান উপদেষ্টা-কাসেম মিয়া , প্রধান পৃষ্ঠপোষক- আরফান মাস্টার , প্রধান সমন্বয়কারী- রহমত উল্লাহ মাস্টার , স্থায়ী কমিটির প্রধান-কাজী আব্দুল মান্নান , সাবেক সভাপতি- মোহাম্মদ আলী , সিরাজুল হক সিরাজ উপদেষ্টা , কামাল ভুইয়া-উপদেষ্টা টিপু চৌধুরি- উপদেষ্টা সিজার ভূঁইয়া-স্থায়ী কমিটি, ইউনুস আলী- স্থায়ী কমিটি তোষন খান- স্থায়ী কমিটি তাজুল ইসলাম স্থায়ী কমিটি, নুরুজ্জামান-কোষাধক্ষ্য , কাজী আব্দুলা আল বাকী রোনাক , লিটন মোহাম্মদ এরশাদ , মুজিদ মিয়া , আব্দুল ওয়াদুদ বাসেদ , আমির হোসেন , শহীদুল ইসলাম শহীদ , রাশেদ ভূঁইয়া , রাজিব , শিপন মিয়া , মুজিবুর রহমান, গোলাম মোস্তফা , শহিদ মিয়া , শাকিব, নোয়াজ শরিফ , আলমাস উদ্দিন , আবুল বাশার , মুসলিম শিকদার , সানি,সোহেল রানা , বশির আহমেদ , শামিম আহমেদ , মোবারক হোসাইন, মানিক মিয়া, সুলতান মাহমুদ, হাবিব সহ ভেনিস কমিউনিটির বিশিষ্ট জনেরা ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত