ইতালির ভেনিসে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও পদ্মা সেতু উদ্বোধনে উৎসব
প্রকাশ: ২৮ জুন ২০২২, ১১:২৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৩৯
ইতালির ভেনিসে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উদযাপন কমিটি ভেনিস ইতালির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ভেনিসের মেস্রের ঢাকা বিরানী হাউজ হলরুমে ভেনিস আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন ঢালীর সভাপতিত্বে মোস্তাক আহম্মেদ ও সোহেলা আক্তার বিপ্লবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেহান উদ্দিন দুলাল, আব্দুর রহমান বারি,সরদার সালাউদ্দিন নান্নু, কাজী আবদুল মান্নান , হাকিম মাষ্টার, বিল্লাল হাসাইন, তাজুল ইসলাম , জাওয়ার মোড়ল , শাহাদাৎ হোসেন ,আল মামুন ঢালী লিটন ঢালী , লিটন মাতব্বর, সবুজ সৈয়াল , মোক্তার মোল্লা , মোবারক হোসেন , প্রিন্স হাওলাদার ,শাইখ আহমেদ, শহিদুল ইসলাম শহিদ, ফয়সাল আহমেদ৷, কাজী ফারুক, সহ আরো অনেকে। এছাড়া ও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে এবং পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয় শিল্পীদের উপস্থিতিতে আগত অতিথিদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত