ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে ঈদ আনন্দ ভ্রমণ সম্পন্ন

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চিফ ইউরোপ

প্রকাশ: ১০ মে ২০২২, ১২:২১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০০

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছর  ও স্কুলের ছাত্র, ছাত্রী ও তাদের অভিভাবক, স্কুলের শিক্ষক , শিক্ষিকা এবং স্কুল কমিটির নেতৃবৃন্দদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করেছে। ইতালির পার্শ্ববর্তী দেশ স্লোভেনিয়ার দুইটি পর্যটন নগরী লাগো ডি ব্লেড এবং স্লোভেনিয়ার রাজধানী লুভিয়ানাতে দুটি বাসযোগে  ইতালির ত্রেভিজো শহরে বাংলা পার্ক থেকে যাত্রা শুরু করেন।পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে যাত্রা শুরু করা হয়। পরে ত্রেভিজো বাংলা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের দের দিয়ে ছড়া, কবিতা,গজল এবং  সঙৃগীতের আয়োজন  করা হয় চলতি পথেই ।পরবর্তীতে একটি আওতো গ্রিলে গিয়ে সকালের নাস্তা সকলের মাঝে পরিবেশন করা হয়। স্লোভেনিয়ার উদ্দেশ্য আবার যাত্রা শুরু হলে ত্রেভিজো বাংলা স্কুলের অভিভাবকগন  বাংলা শিক্ষা সম্পর্কে  তাদের অভিমত জ্ঞাপন করেন এবং সেই সাথে বিদেশের মাটিতে একটি বাংলা স্কুল গঠন করে তার কার্যক্রম সুন্দর করে পরিচালনার জন্য ত্রেভিজো বাংলা স্কুলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।স্লোভেনিয়ার প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে প্রতিবছর এইভাবে পিকনিকের আয়োজন করার জন্য বাংলা স্কুল কমিটির নিকট আহবান জানান সকলে। দীর্ঘ  দুই বছর করনা কালিন সময়ে  ঘর বন্দী মানুষগুলো  অনেকটা হাপিয়ে উঠে । চলতি বছর বিধিনিষেধ শিথিল হওয়ায় আনন্দ ভ্রমণের আয়োজনে খুশি সকলে। 

এই আনন্দ ভ্রমনটিকে সাফল্যমন্ডিত করে তোলার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম করেছেন প্রধান উপদেষ্টা  হাজ্বি মোকলেছুর রহমান, সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, উপদেষ্টা মোরর্শেদ আলম,ও এম ডি লিটন, সহ সভাপতি মোহাম্মদ আলামিন, আব্দুর রহিম,   সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহীন আলম , দপ্তর সম্পাদক শহিদ বয়াতী , স্কুলের শিক্ষিকা কামরুন নাহার তুলি , মুকুল আক্তার , হুমায়ারা আজমির ,তানজিনা আক্তার রুনু, সাথী আক্তার, শিক্ষক মবিন হক।এছাড়া সার্বিক তত্বাবধানে  ছিলেন স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল , সাধারণ সম্পাদক  তৈয়ব আলী , সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক সোহেল এবং ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান প্রমুখ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত