ইতালিতে ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়া শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ জুন ২০২১, ১১:২৯ |  আপডেট  : ৪ মে ২০২৫, ০২:৪১

ইতালিতে ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। ইউরোপে করোনাভাইরাসে বেশি সংক্রমিত দেশগুলোর মধ্যে একটি হলো ইতালি। খবর এএফপির।

গত সপ্তাহে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকা দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছে। এরপর ইতালিতে টিকা দেওয়া কার্যক্রম শুরু হলো।

নাপেলসের মেয়র লুইগি দ্য ম্যাজিসত্রিস বলেছেন, এটি একটি সুন্দর দিন। ইতালিতে টিকাদান কর্মসূচি দ্রুত চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটির ২৩ শতাংশ জনগণকে টিকা দেওয়া হয়েছে। ৩ কোটি ৫০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্পারেঞ্জা বলেছেন, এই কঠিন সময় পার হতে তাঁদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

ইতালিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। সম্প্রতি কয়েক সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। অনেক বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে এখনো দেশটিতে রাতে কারফিউ জারি আছে। জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত