ইতালিতে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  জাকির হোসেন সুমন  ব্যাুরো চিফ ইউরোপ

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১০:০৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৪৮

প্রতি বছরের ন্যায় এবছর ও ইতালির ভেনিসে ১৩ তম  ভেনিস বাংলা  স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।  ভেনিসের জেলারিনো মাঠে গত রবিবার আনুষ্ঠানিক ভাবে  খেলার উদ্ভোধন করেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ।  এ সময় স্কুল কতৃপক্ষ ছাড়াও ভেনিসের বিভিন্ন  রাজনৈতিক ,  সামাজিক ও আঞ্চলিক  সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন ।  

ইতালির বিভিন্ন শহরের মোট  ১৬ টি দল এ টুর্নামেন্টে  অংশ গ্রহন করবেন বলে জানান সংগঠনের ক্রীড়া  সম্পাদক  নূরে আলম।  উদ্ভোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাদোবা টসে জিতে প্রথমে দিপুর স্মৃতি স্মরণে ভৈরব একাদশ কে ব্যাটিং এ আমন্ত্রণ করে।  দিপুর স্মৃতি স্মরণে ভৈরব একাদশ নির্ধারিত ১২ ওভারে  মাত্র ৬৯ রান সংগ্রহ  করে জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুব সহজে ৭ উইকেটেজয়লাভ করে। 

উক্ত খেলায় ৪৭ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করেন তাহের। উক্ত খেলায়  আম্পায়ারের দায়িত্বে ছিলেন  আওলাদ হোসেন অনন্ত,   নুরে আলম ,  আফাই  আলী ,  সুমন সরকার ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত